Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন সমাজসেবা অফিস
Image
Attachment
label.column.field_office_cism

প্রথম ধাপ সরকারের বরাদ্দ ঘোষণা দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। দ্বিতীয় ধাপ দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর মেয়র মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন। তৃতীয় ধাপ তালিকা চুড়ান্তকরণ সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটিশহর সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়।

Citizen Charter

সেবা সমূহ সেবা প্রাপ্তির স্থান সেবা গ্রহীতা সেবা প্রাপ্তির সময়সীমা প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ প্রদান। দিগনগর ইউনিয়ন পল্লী এলাকার দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠী চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম। দিগনগর ইউনিয়ন এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ। লক্ষ্যভূক্ত গ্রাম লক্ষ্যভূক্ত পরিবারের সদস্য চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক আশ্রয়ণ/ আবাসন কার্যক্রম। নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্র নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্রের সমিতির সদস্য চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক বয়স্ক ভাতা। দিগনগর ইউনিয়ন ৬৫ বৎসর ও তদুর্ধ দুঃস্থ এবং অসচ্ছল পুরুষ ও মহিলা ৩ মাস পরপর উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। দিগনগর ইউনিয়ন ৩০ বৎসরের উর্ধে সকল ধরনের অসচ্ছল প্রতিবন্ধী পুরুষ ও মহিলা ৩ মাস পরপর উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান। উপজেলা সমাজসেবা অফিস সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি। উপজেলা সমাজসেবা অফিস বিদ্যালয়ে অধ্যয়ণরত সকল স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থী ৩ মাস পরপর উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম। দিগনগর ইউনিয়ন অসচ্ছল মুক্তিযোদ্ধা ৩ মাস পরপর উপজেলা সমাজসেবা অফিসার বেসরকারী (এতিম প্রতিপালন) এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান। দিগনগর ইউনিয়ন বেসরকারী এতিমখানায় ৫ থেকে ১৮ বছর বয়সী পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধান। উপজেলা সমাজসেবা অফিস স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান, ক্লাব,সংস্থা,সমিতি ইত্যাদি চলমান কার্যক্রম উপজেলা সমাজসেবা অফিসার

label.column.field_projects

১. ক্যান্সার,কিডনী ও লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি

২. চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি

৩. দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

৪. হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

৫. প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কর্মসূচি

৬. ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি

Address

ইউনিয়ন সমাজসেবা অফিস

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স

উপজেলা: গোপালগঞ্জ সদর,

জেলা: গোপালগঞ্জ।

মোবাইল নম্বর : ০১৭১৬৯৫৪৩১৫

টেলিফোন নম্বর : নাই

ফ্যাক্স : নাই