Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নিজড়া ইউনিয়ন

গোপালগঞ্জ সদর উপজেলার উত্তরে নিজড়া ইউনিয়নের অবস্থান। পূর্বের উলপুর ইউনিয়ন হতে বিভক্ত হয়ে নিজড়া  ইউনিয়নের উদ্ভব ঘটে। এই ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে যথাক্রমে কাশিয়ানী উপজেলার বেথুড়িয়া ও নিজামকান্দি ইউনিয়ন, পূর্বে ও দক্ষিণে যথাক্রমে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ও উলপুর ইউনিয়ন অবস্থিত। ৫০নং নিজড়া মৌজার এস,এ খতিয়ানে ৪৪০৯/৫১৩১ নং দাগের ৪২ শতাংশ জমির উপরে ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত। ইউনিয়নের আয়তন ১১.৫ বর্গ কিলোমিটার, শিক্ষিতের হার ৭৩ শতাংশ, মৌজার সংখ্যা ৩টি, গ্রামের সংখ্যা ৪টি।

১। মোল্লাকান্দি-৩৯৯২ জন

২। কাঁঠালবাড়ী-৩৭০৩ জন

৩। নিজড়া-৬৩২১ জন

৪। নারিকেল বাড়ী-৪৩৩৬ জন

সর্বমোট=(পুরুষ-৯৮১৬ জন মহিলা-৮৫৩৬ জন)=১৮৩৫২ জন।