গোপালগঞ্জ সদর উপজেলার উত্তরে নিজড়া ইউনিয়নের অবস্থান। পূর্বের উলপুর ইউনিয়ন হতে বিভক্ত হয়ে নিজড়া ইউনিয়নের উদ্ভব ঘটে। এই ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে যথাক্রমে কাশিয়ানী উপজেলার বেথুড়িয়া ও নিজামকান্দি ইউনিয়ন, পূর্বে ও দক্ষিণে যথাক্রমে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ও উলপুর ইউনিয়ন অবস্থিত। ৫০নং নিজড়া মৌজার এস,এ খতিয়ানে ৪৪০৯/৫১৩১ নং দাগের ৪২ শতাংশ জমির উপরে ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত। ইউনিয়নের আয়তন ১১.৫ বর্গ কিলোমিটার, শিক্ষিতের হার ৭৩ শতাংশ, মৌজার সংখ্যা ৩টি, গ্রামের সংখ্যা ৪টি।
১। মোল্লাকান্দি-৩৯৯২ জন
২। কাঁঠালবাড়ী-৩৭০৩ জন
৩। নিজড়া-৬৩২১ জন
৪। নারিকেল বাড়ী-৪৩৩৬ জন
সর্বমোট=(পুরুষ-৯৮১৬ জন মহিলা-৮৫৩৬ জন)=১৮৩৫২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস